আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১২:১৬ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৪:২৫
তানভীর উপজেলার বেতদিঘি ইউনিয়নের তিলবাড়ী গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে এবং প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের আবাসিক ছাত্র ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়ি অবস্থান করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর বেলা সাড়ে ১১টা দিকে গাছ থেকে আম পাড়তে যায়। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে সে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। অনুমতি পেলে মরদেহ হস্থান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়রে করা হয়েছে।