ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নেত্রকোনায় কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

নেত্রকোনায় কংস নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৬:০৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা বাজার ফেরিঘাট থেকে ছেড়ে কংস নদীর মাঝ বরাবর গিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাটি ডুবে যায়।

পূর্বধলা উপজেলার জামতলা বাজার থেকে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী যাওয়ার জন্য ফেরিঘাট হয়ে নিয়মিত কংস নদী পার হয় দুই উপজেলার লোকজন। বুধবার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামতলা বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরীঘাট থেকে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে জামতলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওনা হয়ে কংস নদীর মাঝখানে পৌঁছামাত্র কাৎ হয়ে ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জনকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবি, এখনও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালাচ্ছে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘জামতলা বাজারের কাছে নৌকাডুবি হয়েছে। তবে বেশিরভাপ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও দু-তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন।’

আরও পড়ুন

×