খুলনা সিটির প্যানেল মেয়র হতে কাউন্সিলরদের দৌড়ঝাঁপ শুরু

খুলনা সিটি করপোরেশন। ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৭:২৭ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৭:২৭
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন পরিষদের প্যানেল মেয়র হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন কাউন্সিলর। এরই মধ্যে অন্য কাউন্সিলরদের কাছে ভোট চাওয়া, দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, সংসদ সদস্য এবং নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থন পেতে সব রকম চেষ্টা করছেন তারা।
কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর রয়েছেন। এই ৪১ কাউন্সিলরের মধ্যে থেকে তিনজনকে প্যানেল মেয়র নির্বাচিত করা হবে। এর মধ্যে প্যানেল মেয়র-১ ও ২ পুরুষ এবং প্যানেল মেয়র-৩ পদটি নারীদের জন্য সংরক্ষিত। প্যানেল মেয়র পদটি সম্মানজনক।করপোরেশনের বিভিন্ন সভা ও অনুষ্ঠানে প্যানেল মেয়ররা সিটি মেয়রের পাশে একই টেবিলে বসেন এবং অন্য কাউন্সিলররা সামনে দুই পাশের সারিতে বসেন। এছাড়া নিয়োগ ও উন্নয়নকাজসহ বিভিন্ন কাজে কাউন্সিলরদের তুলনায় প্যানেল মেয়ররা বেশি প্রাধান্য পান। সে কারণে প্যানেল মেয়র হতে আগ্রহীরা আগেভাগেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান,গত ৩ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। কেসিসির বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১০ অক্টোবর। এরপর সবার সম্মতি নিয়ে যে কোনো দিন সাধারণ সভা ডাকবেন নতুন মেয়র। ওই সভায় প্যানেল মেয়র নির্বাচিত করা হবে।
কেসিসি সূত্র বলছে, প্যানেল মেয়র প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে পাঁচ কাউন্সিলরের নাম। তারা হলে বর্তমান প্যানেল মেয়র-১ ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ রফিক, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ। এ বিষয়ে কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না বলেন, ‘আমি প্যানেল মেয়র হতে চাই। আমার আগ্রহের কথা সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, দলের নেতা ও কাউন্সিলরদের কাছে প্রকাশ করেছি। আমি চাই ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত করা হোক।’
কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, ‘আমি এবারও প্যানেল মেয়র হতে আগ্রহী। গতবারের মতো ভোট হলে ভালো হয়। আর যদি আলোচনার ভিত্তিতে হয়, তাহলে আমি আগ্রহ প্রকাশ করব।’ ২৭ নম্বর ওয়ার্ড থেকে এবারই প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রফিউদ্দিন আহম্মেদ রফিক। তিনি বলেন, ‘আমি প্যানেল মেয়র-১ হতে আগ্রহী। এজন্য কাজ শুরু করে দিয়েছি। বিষয়টি সিটি মেয়র এবং দলের নেতাদের জানিয়েছি। কাউন্সিলরদের সঙ্গেও যোগাযোগ করছি।’ কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা বলেন, দলের নেতাদের কাছে আমার আগ্রহের কথা জানাব।
অন্যদিকে প্যানেল মেয়র-৩ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে চারজনের নাম। তারা হলে বর্তমান প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা খাতুন, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন পারভীন জলি এবং সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোজী ইসলাম নদী।সুফিয়া রহমান শুনু বলেন, বর্তমানে প্যানেল মেয়র আছি, আবারও হওয়ার জন্য চেষ্টা করব। মাজেদা খাতুন বলেন, আমি প্যানেল মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। অন্য কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
কাউন্সিলর রোজী ইসলাম নদী বলেন, আমি বিষয়টি নিয়ে আমার রাজনৈতিক অভিভাবকদের সঙ্গে কথা বলব। জেসমিন পারভীন জলি বলেন, নির্বাচন হলে অবশ্যই প্রার্থী হবো।
এ ব্যাপারে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সংসদ সদস্য, দলের নেতা ও কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে প্যানেল মেয়রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
- বিষয় :
- কেসিসি
- প্যানেল মেয়র
- কাউন্সিলর