ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাগরে দুর্ঘটনা

৯৬ কনটেইনারসহ ডুবে যাচ্ছে জাহাজ পানগাঁও এক্সপ্রেস

৯৬ কনটেইনারসহ ডুবে যাচ্ছে জাহাজ পানগাঁও এক্সপ্রেস

ডুবে যাচ্ছে জাহাজ পানগাঁও এক্সপ্রেস। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

চট্টগ্রাম বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছে কনটেইনারবাহী জাহাজ এমভি পানগাঁও এক্সপ্রেস। জাহাজটির মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিচ দিয়ে পানি ঢুকে জাহাজটি হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগর উপকূলে ডুবে যাচ্ছে। তবে এতে থাকা নাবিকরা কাছাকাছি একটি নৌকায় উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি বেয়ারবোট চার্টার (পরিচালনাসহ সব দায়িত্ব ভাড়া নেওয়া প্রতিষ্ঠানের) চুক্তিতে পরিচালনা করে আসছে সি গ্লোরি শিপিং এজেন্সি লিমিটেড।

দুর্ঘটনার একটি ভিডিও চিত্রে দেখা যায়, কনটেইনারসহ জাহাজটি পুরোপুরি কাত হয়ে একাংশ পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে থাকা বেশিরভাগ কনটেইনার ডুবন্ত অবস্থায় আছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ বাণিজ্য অফিসের ইঞ্জিনিয়ার সার্ভেয়ার রফিকুল ইসলাম ও বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মোস্তাহিদুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পরিচালনাকারী সি গ্লোরি শিপিং এজেন্সিকে জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক সবুর খান বলেন, জাহাজটিতে ৯৬টি কনটেইনার ছিল। উত্তাল সাগর পাড়ি দেওয়ার সময় জাহাজটিতে পানি ঢুকতে থাকে। এ সময় জাহাজটি সাগর উপকূলের দিকে নেওয়ার চেষ্টা করলে তা ডুবতে থাকে।

আরও পড়ুন

×