স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ’লীগের দুই নেতা বহিষ্কার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০
বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন– দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সওদাগর ও পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী এম এ কাইয়ূম ভূঁঞা। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবিদ্বার পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আবুল কাশেম সওদাগর ও এম এ কাইয়ূম ভূঁঞাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়। যা বিজ্ঞপ্তি প্রকাশের দিন (৬ জুলাই) থেকে কার্যকর বলে গণ্য হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘জেলার কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান না করে কিংবা আমাকে অবহিত না করেই জেলা সভাপতি কীভাবে দু’জনকে বহিষ্কারের চিঠি কেন্দ্রে পাঠালেন, তা বোধগম্য নয়। দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহিষ্কার করার একমাত্র ক্ষমতা রাখেন।’
বহিষ্কারের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম সওদাগর বলেন, ‘এ চিঠি দেওয়ার ক্ষমতা জেলার নেই। কেন্দ্র থেকে বহিষ্কারের চিঠি কিংবা নির্দেশ আসতে হবে। এ ছাড়া আমাকে কোনো কারণ দশার্নোরও সুযোগ দেওয়া হয়নি। প্রার্থী হওয়ার পর উপজেলা ও জেলার নেতারা আমার প্রার্থিতা প্রত্যাহার করতে বলেননি।’
তবে ভিন্ন কথা বলেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের বহিষ্কার করার বিধান আছে। এটা দেবিদ্বারের দুই প্রার্থীর বিষয়ে হয়েছে। এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত।
দীর্ঘ ২২ বছর পর আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভায় প্রথমবারের মতো ভোট।