কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ

ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ১০:২৮ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ১০:২৮
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ১৪ বছর পর দলীয় ব্যানারে রাজপথে কোনো কর্মসূচিতে অংশ নিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জেলা শহরের ঘোষপাড়ায় এই বিক্ষোভ হয়। এর আগে দাদা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
শহর জামায়াতের আমির মো. আব্দুস সবুর বলেন, ‘কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর মধ্য দিয়ে তারা মুসলমানদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তাই আজ থেকে আমরা তাদের সকল পণ্য বর্জনের ডাক দিচ্ছি।’
প্রতিবাদ কর্মসূচিতে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার প্রমুখ।
- বিষয় :
- সুইডেন
- পবিত্র কোরআন
- জামায়াতে ইসলামী
- বিক্ষোভ