ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা-রংপুর-রাজশাহী মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-রংপুর-রাজশাহী মহাসড়কে তীব্র যানজট

ছবি-সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ১৫:০৫

সিরাজগঞ্জের ঢাকা-রংপুর ও ঢাকা-রাজশাহী মহাসড়কে শুক্রবার দিনভর তীব্র যানজটে নাকাল হয়েছেন ওই রুটে চলাচলকারী হাজারো চালক ও যাত্রী। এদিন সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের পশ্চিমে কোনাবাড়ী থেকে নলকা, পাঁচিলা, হাটিকুমরুল মোড় হয়ে ঢাকা-রংপুর ও ঢাকা-রাজশাহী মহাসড়কে থেমে থেমে যানজট চলে। এতে প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা। চেষ্টা করেও যানজট নিরসনে ব্যর্থ হয় পুলিশ। 

জানা গেছে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার পাঁচিলায় একটি দুর্ঘটনার কারণে প্রথমে থেমে থেমে যানজট শুরু হয়। এর পর বেলা যত গড়িয়েছে, যানজট আরও তীব্র হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঝাঐল থেকে পাঁচিলা হয়ে হাটিকুমরুল পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে থেমে থেমে যান চলাচল করেছে। এ ছাড়া হাটিকুমরুল থেকে মান্নানগর অভিমুখে ২৫ কিলোমিটার অংশেও থেমে যানজট ও যানবাহনের ধীরগতি ছিল। 

অন্যদিকে, ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল মোড় থেকে সলঙ্গার সাহেবগঞ্জ হয়ে রায়গঞ্জের চান্দাইকোনা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যানজট দেখা যায়। 

উল্লাপাড়ার সলঙ্গা থানার পাঁচিলায় দুর্ঘটনাকবলিত গাড়ির পাশে দায়িত্বরত পুলিশ সদস্যদের দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় তিনি হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশের কঠোর সমালোচনা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের দায়িত্ব অবহেলা ও গাফিলতির বিষয়ে কঠোর হতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

সলঙ্গা থানার পরিদর্শক সবুজ রানা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কে হাটিকুমরুল থেকে মান্নানগর অভিমুখে ২৫ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট ও যানবাহনের ধীরগতি রয়েছে। সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ ঢাকা-রংপুর ও ঢাকা-রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ট্রাফিক বিভাগ যানজট নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে।  

হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক সমকালকে জানান, ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমনের বক্তব্য আমরা দেখেছি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা করছে। কারও দায়িত্বে অবহেলার কারণে যানজট সৃষ্টি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×