ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, কবিরাজ পলাতক

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৪:২১ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৪:২১
নওগাঁর বদলগাছী উপজেলায় তথাকথিত কবিরাজের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর ভাই শুক্রবার রাতে কবিরাজের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে কবিরাজ পলাতক।
তফিজুল ইসলাম (৩০) নামে ওই রোগী উপজেলার পরশুরামপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। তাঁর বড় ভাই আব্দুল মজিদ বলেন, তফিজুল গত ছয় মাস ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছিলেন। এ খবর পেয়ে একই উপজেলার জগৎনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গ্রাম্য কবিরাজ এনামুল হক (৩৮) তফিজুলকে কবিরাজি চিকিৎসা দিয়ে সুস্থ করবেন বলে খবর পাঠান। এ খবরের ভিত্তিতে গত মঙ্গলবার তফিজুলকে কবিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে কবিরাজ এনামুল তফিজুলকে চিকিৎসা দিতে থাকেন। বৃহস্পতিবার ভাইকে দেখতে তিনি কবিরাজের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখি তফিজুলকে বাড়ির বারান্দায় রাখা হয়েছে। এ সময় ভাইয়ের শারীরিক অবস্থা আরও বেশি অসুস্থ দেখে হাসপাতালে নিতে চাইলে কবিরাজ হাসপাতালে নিতে দেননি। পরদিন শুক্রবার সকালে জানতে পারেন তফিজুল মারা গেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, কবিরাজের অপচিকিৎসায় তফিজুল মারা যাওয়ার ঘটনায় শুক্রবার রাতে কবিরাজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। কবিরাজ এনামুল পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।