ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন বিভাগের বিরুদ্ধে ঘুষ আদায়, হয়রানির অভিযোগ

বন বিভাগের বিরুদ্ধে ঘুষ আদায়, হয়রানির অভিযোগ

ভালুকায় বনবিভাগের হয়রানির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ - সমকাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০

ভালুকায় বন বিভাগের উথুরা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ আদায় ও ‘মিথ্যা’ মামলা দিয়ে স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন করেছে উথুরা ইউনিয়নের চামিয়াদী গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন উথুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এহসাক আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস আলী, ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহজাহান, বিল্লাল হোসেন  প্রমুখ।

বক্তারা বলেন, ওই এলাকায় একটি খুপরি ঘর অথবা টয়লেট করতেও বন বিভাগের অসাধু কর্মকর্তা বা কর্মচারীদের টাকা দিয়ে ম্যানেজ করে নিতে হয়। না হলে কাজ করতে না দিয়ে মামলা দেওয়া হয়। এ সময় এসএ, আরওআর রেকর্ড কার্যকরের দাবি জানান এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে উথুরা বিট কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, বন বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে টাকার বিনিময়ে কাউকে সহায়তার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×