ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লা কারাগারে এক সপ্তাহেও কোনো দায়িত্ব পেলেন না পাপিয়া

কুমিল্লা কারাগারে এক সপ্তাহেও কোনো দায়িত্ব পেলেন না পাপিয়া

শামীমা নুর পাপিয়া। ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ২৩:২৬ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ২৩:২৬

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি বহুল আলেচিত শামীমা নুর পাপিয়াকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এক সপ্তাহেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি।  

রোববার দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পাপিয়াকে নিয়ে কারা কর্তৃপক্ষও বিভিন্ন কারণে বিব্রতকর অবস্থায় রয়েছে বলে জানা গেছে।  

নরসিংদী জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত পাপিয়াকে গত ৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কারাগারে আনা হয়। তাকে কী দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। 

এদিকে পাপিয়ার ভাই সোহাগ খান অর্ক রোববার সন্ধ্যায় জানান, কারাবিধি অনুসারে তাঁরা তাঁর বোনের সঙ্গে দেখা করা এবং মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না। তাই তাঁরা উৎকণ্ঠায় আছেন। 

তবে অভিযোগ অস্বীকার করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, পাপিয়া কারাগারে আসার পর দিন মঙ্গলবার দুপুর ২টায় তার ভাই কারাগারে বোনের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া নির্ধারিত সময়ে ডিও হলে মোবাইলে মাসে চারবার কথা বলার সুযোগ থাকবে। আইনশৃঙ্খলা মিটিংসহ নানা ঝামেলায় পাপিয়াকে আজও কারাগারে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। শিগগিরই বিধিমোতাবেক দায়িত্ব বণ্টন করা হবে। 

এর আগে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াকে দুই সহযোগী ও স্বামী মফিজুর রহমান সুমনসহ আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, জাল নোট ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। অবৈধ অস্ত্র রাখার দায়ে একই বছরের ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিল পাপিয়া। সেখানে সে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত ছিল। সর্বশেষ রুনা লায়লা নামের একজন হাজতিকে মারধরের ঘটনায় তাকে কুমিল্লা কারাগার বদলি করা হয়।

আরও পড়ুন

×