ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়: পরিবেশমন্ত্রী

জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন- সমকাল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৬:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৬:১৩

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাই নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জনসমর্থনহীনতার ভীতি থেকে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে।’

সোমবার বিকেল ৬টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা থেকে মন্ত্রী জুড়ী পৌঁছালে বড়লেখা-জুড়ীর নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে তাঁকে স্বাগত জানান। 

পথসভায় জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ বড়লেখা-জুড়ী উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। 


মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রযাত্রায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের কোথাও কোনো সন্ত্রাস হয়নি উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ‘বড়লেখা-জুড়ীতেও আমরা কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিইনি। আমাদের বড়লেখা-জুড়ীর মানুষ শান্তিতে জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি সারা বাংলাদেশে যেটা হয়েছে; তারই ধারাবাহিকতায় বড়লেখা-জুড়ীতে সেভাবে উন্নয়ন হয়েছে। অতীতে কোনো সরকার এই রকম উন্নয়ন করতে পারেনি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। প্রতিদিন গ্রামে গ্রামে, ঘরে ঘরে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকব। শেখ হাসিনাকে আমরা আগামী নির্বাচনে বিজয়ী করব।’

/এইচকে/ 

আরও পড়ুন

×