ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৭:৫৫ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ০৫:৩২

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল করেছে কোতোয়ালি থানা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের মুজিব সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর শাখার আহ্বায়ক এটিএম জামিল তুহিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য প্রদান করেন, ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুরদ্দোহা জাহের, যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আরাফত হোসেন,পৌর শাখার যুগ্ম আহবায়ক মেহেদী চিশতী, যুগ্ম আহবায়ক রাজ কুমার সাহা প্রমুখ। এ সময় সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এরই মধ্যে আগামী ২৪ জুলাই সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবসময়ই আওয়ামী লীগের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে ভোটের মাঠে। আসন্ন জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে একত্রে কাজ করবো।

বাক্তারা আরও বলেন, বিএনপি জামায়াত এর সন্ত্রাসীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের পায়তারা করছে। তাদের আমরা শক্ত হাতে দমন করবো। 

আরও পড়ুন

×