রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

নিহতদের স্বজনদের আহাজারি - সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৩:৩৬ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১৩:৩৬
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটের মুসরাপাড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় চারজনের মৃত্যু হলো।
সোমবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম গান্দু (৪৫) নামে ওই ব্যক্তি মারা যান। তিনি উপজেলার ঘুষিরা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, চারজনকে হত্যার ঘটনায় সোমবার রাতেই থানায় হত্যা মামলা হয়েছে। ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করে মামলাটি করেন নিহত সোহেল রানা ছোটনের ভাই মো. হৃদয়।
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আসামি ইউনুস আলী ও রজব আলী হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা হলেন হায়দার আলী, আতাউর রহমান, মঞ্জুর রহমান, ওমর ফারুক ও আনারুল ইসলাম।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে ওই সংঘর্ষ হয়। এতে গোদাগাড়ীর বড়গাছী কামারপাড়ার দুই ভাই মেহের আলী (৭০) ও নাইমুল ইসলাম (৮০) এবং রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের সোহেল রানা ছোটন (৪৫) নিহত হন।
পুলিশ জানায়, মুসরা গ্রামে ১৪ বিঘা জমি কিনেছেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী সেলিম রেজা। সেই জমিতে ধান লাগাতে গেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কমর্চারী আশিক চাঁদের লোকজন হামলা করে।
নিহত মেহের ও নাইমুলের ছোট ভাই আনিসুর রহমান বলেন, আশিক জমিগুলো নিজের দাবি করে আসছিলেন। জমি দখলে ভাড়াটে লোক এনে হামলা করান তিনি।
- বিষয় :
- জমি নিয়ে সংঘর্ষ
- আহত
- মৃত্যু
- সংঘর্ষে নিহত
- রাজশাহী