ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভান্ডারিয়া পৌর নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন, জেপির প্রার্থীকে ইসির তলব

আচরণবিধি লঙ্ঘন, জেপির প্রার্থীকে ইসির তলব

জেপির মেয়রপ্রার্থী মাহিবুল হোসেন মাহিম। ছবি-সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ | ১৯:৩৩ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ১৯:৩৩

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় পার্টির (জেপি) মেয়রপ্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে তলব করা হয়েছে। 

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। আগামী ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে জেপির বাইসাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা করতে হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার (মাহিম) প্রার্থীতা বাতিল করা হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, যান্ত্রিক যানবাহন ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাইসাইকেলের কর্মী-সমর্থকরা মিছিল করেছে- যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এসব খবর যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার, পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র আপন চাচাতো ভাই। গত ৮ জুলাই বিকেলে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় গেলে তখন সেখানে মাহিবুল হোসেন মাহিমসহ শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত মাইক্রোবাস নিয়ে বাইসাইকেলের পক্ষে এলাকায় বিশাল শোডাউন করে জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা। এর পরদিন আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে জামাই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনও বিশাল শোডাউন করে বাইসাইকেল মার্কার পক্ষে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। পরে বিধি বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জমাদ্দার।

এ ঘটনার পরে জেপির প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিমকে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি ভঙ্গের কারণ ব্যাখ্যা করতে নোটিশ দেয় পিরোজপুর জেলা নির্বাচন অফিস। সে জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে ঢাকায় তলব করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন।

আরও পড়ুন

×