ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রকৌশলীর বিরুদ্ধে  মামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৮:০০

গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অবৈধভাবে সম্পদ অর্জন এবং দখলে রাখার অভিযোগ আনেন মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার।

 ২৫ জুন মামলা দুটি দায়ের হলেও গতকাল বিষয়টি জানাজানি হয়। মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার এদিন বলেন, প্রধান কার্যালয়ের অনুমোদন পেয়ে তিনি ২৫ জুন মামলাটি করেন। এর এজাহারে ঘটনার সময় হিসেবে ২০০০ থেকে ২০২৩ সাল দেখানো হয়েছে।

আরও পড়ুন

×