ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

লোহাগড়ায় ৩০ কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবি

লোহাগড়ায় ৩০ কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৪:৪৪

নড়াইলের লোহাগড়ায় বিপ্লবী কমিউনিষ্ট পার্টি এম এল জনযুদ্ধ (সর্বহারা ) পরিচয়ে অন্তত ৩০ জন কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে । চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ ওই শিক্ষকদের  মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । 

সোমবার জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার হাতকাটা বিপ্লব পরিচয়ে ০১৯০২৪১৫৬৮১ নম্বর থেকে ফোন করে চাঁদা ও হুমকি প্রদান হয় । এতে আতংকিত হয়ে পড়েছেন  শিক্ষকরা। 

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক  এবং দর্শন বিভাগের শিক্ষক গাজী শহিদুল হাসান জানান, কলেজের শিক্ষক খাইরুজ্জামান, তারেক আলম, ইরাদত হোসেন, নাজমুল ইসলাম সুজা, কবির হোসেন, আকবর আহমেদ, মানিক মিয়া, কানু ঘোষ, জাহিদুল ইসলাম, পিষুজ রায় এবং কয়েকজন নারী শিক্ষকসহ কলেজের অন্তত ২৫ থেকে ৩০ জন শিক্ষকের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয় । 

তিনি আরও জানান, ফোন করে শিক্ষকদের বিকাশ নাম্বারে টাকা দিতে বলা হয়। তা না দিলে  ওই শিক্ষকসহ তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহমেদ জানান, কলেজে অবস্থান কালে সোমবার অধিকাংশ শিক্ষকদের কাছে জনযুদ্ধর কর্মী পরিচয়ে দুটি মোবাইল নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ বারী বলেন, ‘হুমকিদাতাদের মোবাইল নাম্বার ট্রাকিং করার চেষ্টা চলছে। এরপরেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আরও পড়ুন

×