ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাখাল ও ৬ মহিষের

সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাখাল ও ৬ মহিষের

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১২:৪৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১২:৪৫

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় সেচ পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মহিষ ও ১ জন রাখালের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গজারিয়া মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত রাখাল সবুজ প্রামাণিক (৪০) সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দির বাসিন্দা। সারিয়কান্দি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে সবুজ তাঁর ছয়টি মহিষ নিয়ে বাড়ির পাশে গজারিয়া মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান। সেখানে মাঠে সেচ পাম্পের জন্য বাঁশের খুঁটিতে বৈদ্যুতিক লাইনের সংযোগ আছে। এরমধ্যে একটি মহিষ বিদুৎ সংযোগ থাকা বাঁশের খুঁটিতে গাঁ ঘেঁষা দেয়। এই সময় বাঁশের খুঁটিটি ভেঙে পরে বিদুৎতের তার পেঁচিয়ে মহিষগুলোসহ রাখাল সবুজও মারা যায়৷

ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, এই বিষয়ে সবুজের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারও দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান প্রধান বলেন, 'ঘটনাটি মর্মান্তিক ও দুর্ঘটনা। ঘটনাস্থলে সবকিছু পর্যবেক্ষণ করে রিপোর্ট বানানো হবে। কারও অবহেলা থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আরও পড়ুন

×