প্রধান বিচারপতি বললেন
মামলাজট কমাতে বিচারক-আইনজীবী ঐক্যবদ্ধ হোন

বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৩ | ১৬:৪৫
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মামলাজট কমাতে বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রের বৃহৎ অঙ্গ হলো বিচার বিভাগ। আমরা যারা বিচার বিভাগের সঙ্গে আছি, আমাদের দায়িত্ব হলো বিচার বিভাগকে রাষ্ট্রের অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রচেষ্টাতেই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যে মামলাজট শুরু হয়েছে, সেটিকে ছাড়িয়ে নেওয়া যায়। সাধারণ মানুষ যাতে সহজেই বিচার পায়, সেই কথা মনে রেখেই আমরা বিচারক ও আইনজীবীদের বারবার বলেছি, আপনারা একে অপরের পরিপূরক। আইনজীবীরা আসুন, বিচারকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন; যাতে মামলাজট ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাড়ানো যায়।’
শনিবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান বিচারপতি এসব কথা বলেন। হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, জেলাগুলোর মধ্যে ২০২২ সালে ময়মনসিংহে সর্বোচ্চ সংখ্যক মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। এ বছরেও মামলা নিষ্পত্তির অগ্রগতির পরিমাণ গত বছরের চেয়ে বেশি। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ মামলাজট ছাড়াতে সক্ষম হব।’
একই দিন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাশে জাজেস গার্ডেনের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন এবং জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন।
পরে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) তোফায়েল হাসান প্রমুখ।