ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রথমবারের মতো তাড়াশ পৌরসভায় ভোট সোমবার

প্রথমবারের মতো তাড়াশ পৌরসভায় ভোট সোমবার

ফাইল ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১১:১৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১১:১৮

নবগঠিত সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সোমবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার ভোটাররা এ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

২০১৭ সালে তাড়াশসহ আশপাশের ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। এরপর সীমানা নির্ধারণসহ নানা জটিলতায় প্রায় ছয় বছর নির্বাচন হয়নি। এ সময়ে ইউএনওরা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত জুন মাসে তাড়াশ পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সব প্রক্রিয়া শেষে সোমবার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ও ভোটের পরিবেশ ঠিক রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা তৎপর রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুল আলম জানান, পৌর এলাকার মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮২০, পুরুষ ৯ হাজার ৪৬৭ ও তৃতীয় লিঙ্গের একজন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ, মো. শহিদুল ইসলাম ও মো. আলামিন হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১২ জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার, প্রশাসন এর সবই করবে।

আরও পড়ুন

×