১০ দফা দাবি
মধ্যরাতে উপাচার্যের বাসার সামনে অবস্থান ছাত্রীদের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১১:২০ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১১:২০
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে রাত ১টার দিকে হলে ফেরেন ছাত্রীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, গত শুক্রবার রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ৮টার পর কিছু সময়ের জন্য বিদ্যুৎ এলেও পরে চলে যায়। শনিবার রাত সাড়ে ৮টার পর ফের চলে যায়। এভাবে বিদ্যুৎ বিভ্রাটে তাদের খাওয়া-দাওয়া, পড়ালেখাসহ নিত্য কাজে ব্যাঘাত ঘটছে। বিষয়টি হলের দায়িত্বরতদের জানানো হলেও পদক্ষেপ নেওয়ানি।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তাদের অভিযোগ, হল নির্মাণের সময় নিম্নমানের তার ব্যবহার করায় লাইনের ওপর চাপ পড়লেই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এ সমস্যা সমাধানের পাশাপাশি নবনির্মিত ছাত্রী হলের নামকরণের দাবিও জানান তারা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রতি ব্লকে হিটার দেওয়া, প্রতি ফ্লোরে পানির সরাসরি লাইন স্থাপন, পর্যাপ্ত লাইট ও থ্রি-প্লাগ সুইচ দেওয়া, ডাইনিংয়ের খাবারের মান উন্নত করা, হলে প্রবেশের সর্বশেষ সময় রাত সাড়ে ৮টা নির্ধারণ, অতিথি ও অভিভাবকদের সম্মান করা, রাতে হলে ফিরতে দেরি হলে অপমানজনক ভাষায় কথা না বলা প্রভৃতি।
এ বিষয়ে নবনির্মিত ছাত্রী হলের সুপার অধ্যাপক ড. আফরোজা খাতুন বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, সেগুলো নিয়ে তারা বসবেন। প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করা হবে। আপাতত শিক্ষার্থীরা যাতে আন্দোলন না করে, সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।