ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকারের সমালোচনা করা আ’লীগ নেতার বহিষ্কার দাবি

সরকারের সমালোচনা করা আ’লীগ নেতার বহিষ্কার দাবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৫:৪৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরকারের সমালোচনা করা স্থানীয় আওয়ামী লীগ নেতা মুল্লুক হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে রোববার মিছিল-সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

এদিকে গত শুক্রবার উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়ার অভিযোগে এ মামলা করেন তিনি। মামলা প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সমাবেশ করেন স্থানীয়রাও।

স্থানীয় বাসিন্দাদের মিছিলটি থানাবাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়।

পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু মিয়া ও আলমগীর আলমের বিরুদ্ধে মামলা করে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন মুল্লুক হোসেন। মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধের হুমকি দেন তারা।

এদিকে একই স্থানে সমাবেশ করে মুল্লুক হোসেনের শাস্তি ও বহিষ্কার দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। কমান্ডের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁন মিয়া, ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু প্রমুখ।

এ ছাড়া একই দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুল্লুক হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়।

প্রসঙ্গত, ধলাই নদী বালুমহাল চলতি বছরের জন্য প্রায় ৭ কোটি টাকায় ইজারা নেন স্থানীয় ব্যবসায়ীরা। বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে– এমন অভিযোগ তুলে ধলাই নদী থেকে গত মঙ্গলবার নিজ ফেসবুক আইডিতে লাইভ করেন মুল্লুক হোসেন। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন

×