ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হারানো বিড়াল খুঁজে পেতে মাইকিং, পুরস্কার ঘোষণা

হারানো বিড়াল খুঁজে পেতে মাইকিং, পুরস্কার ঘোষণা

হারানো বিড়াল

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৬:১৪

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইকবাল বছর দেড়েক আগে কিনেছিলেন ইতালিয়ান জাতের একটি বিড়াল। এতদিন ঢাকায় নিজের কাছে রেখে বিড়ালটি লালনপালন করেছেন। সম্প্রতি পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি যৌতুক মোড় এলাকায় মা-বাবার কাছে রেখে এসেছিলেন প্রিয় প্রাণীটি। তবে রোববার থেকে সকাল থেকে বিড়ালটি পাচ্ছেন না। এরপর রীতিমতো পুরস্কার ঘোষণা করে দুই উপজেলায় দিনভর করেছেন মাইকিং। 

আসিফ সমকালকে জানান, প্রায় ৩৫ হাজার টাকা দিয়ে বিড়ালটি কিনেছিলেন তিনি। ওরি নামের বিড়ালটি তাঁর খুব প্রিয়। গ্রামের বাড়িতে বাবা-মা বিড়ালটি দেখভাল করছিলেন। রোববার ভোরে বাড়ির এক ভাড়াটে মূল ফটক খুলে বাইরে গিয়েছিলেন। তাঁর ধারণা, ওই সময় আদরের পোষা বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। সকালে বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ায় পরে রায়গঞ্জ ও পাশের তাড়াশ উপজেলায় মাইকিং শুরু করেন। 

তিনি আরও জানান, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

×