চুরি করা মোটরসাইকেল বিক্রি করে স্ত্রীকে নিয়ে ভ্রমণ, আটক যুবক

আটক রাকিব। ছবি: সমকাল
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১১:৪৮ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১১:৪৮
চুরি করা মোটরসাইকেল বিক্রির টাকায় স্ত্রীকে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভ্রমণে যান রাকিব হোসেন (২৫) নামের এক যুবক। তবে পুলিশের হাতে আটক হন তিনি। গত সোমবার দুপুরে সৈকতের জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।
আটক রাকিব বরিশাল বন্দর দিনারের পোল এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার পটুয়াখালী সদরের কাজীপাড়া এলাকা থেকে আবু তাহের ইরমান নামের এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে পুলিশ। সোমবার কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গত রোববার মোটরসাইকেল বিক্রি করে তিনি স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসেন।
টুরিস্ট পুলিশের (কুয়াকাটা জোন) পরিদর্শক হাচনাইন পারভেজ বলেন, কুয়াকাটা চৌরাস্তায় টহলের সময় সন্দেহ হলে রাকিবকে আটক করে টুরিস্ট পুলিশ বক্সে আনা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাসি করে মোটরসাইকেল চুরির সময় পরিহিত পোশাক পাওয়া যায়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।