জুয়া খেলার প্রতিবাদ করায় হামলা, ছাত্রলীগ-যুবলীগের ৯ নেতাকর্মী আহত

হামলায় আহত এক ছাত্রলগী কর্মী। ছবি: সমকাল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ০৬:৩৫ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০৬:৩৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ-যুবলীগ ৯ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৪ ছাত্রলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শিকদার মল্লিক এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালেহ আহম্মেদ চঞ্চল (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম ফকির (৩০), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অনল চক্রবর্তী (২২), ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (২২), যুবলীগ কর্মী তন্ময় মণ্ডল (২২), সিপার ফকির (২০), রনি হাওলাদার (২০), মাসুদ শিকদার (২৮) ও রিপন শেখ (২০)।
চঞ্চল ফকির বলেন, ‘শিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল হাওলাদার ও সদস্যসচিব মো. জালাল হোসেন শেখ শিকদার মল্লিক রাস্তার মাথায় একটি কক্ষে নিয়মিত জুয়ার আসর বসান। এতে এ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে প্রতিবাদ করি। এর জেরে মঙ্গলবার রাতে শিকদার মল্লিক এলাকায় তাদের নেতৃত্বে ২০-২৫ জন দেশিয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।’
তবে পাল্টা অভিযোগ করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল হাওলদার। তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমরা রাতে শিকদার মল্লিক বাজার থেকে সংগঠনের কাজ শেষে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে চঞ্চল ফরিকরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দিপান্বীতা দেবনাথ বলেন, আহতদের শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, হামলার খবর পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
- বিষয় :
- পিরোজপুর
- জুয়া খেলা
- হামলা
- ছাত্রলীগ-যুবলীগ
- আহত