ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শরীয়তপুরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

শরীয়তপুরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন। ছবি: সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ০৬:৩৯ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ০৬:৩৯

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের একটি বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা মন্দিরে প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরীসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছয়গাঁও গ্রামটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সোমবার ছয়গাঁও গ্রামের বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে’র পারিবারিক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় পূর্জা–অর্চনায় ব্যবহৃত মন্দিরের কিছু তৈজসপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ থানার ওসি ওবায়দুল হকসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভেদরগঞ্জ থানার ওসি ওবায়দুল হক বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

 

আরও পড়ুন

×