হৃদরোগে কুবি শিক্ষকের মৃত্যু

সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা। ফাইল ছবি
কুবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ০৬:৪১ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ০৬:৪১
হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা (৩৫) মারা গেছেন। বুধবার গভীর রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
অধ্যাপক দুলাল সমকালকে বলেন, শাহ একলিমুর আগে থেকে অসুস্থ ছিল বলে আমাদের জানা ছিল না। তবে বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ একলিমুর রেজার মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক শোকবার্তায় দুঃখ প্রকাশ করে নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শাহ একলিমুরের গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
- বিষয় :
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- শিক্ষক নিহত
- হৃদরোগ