ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বকেয়া বিল স্বজনের ঘাড়ে

বকেয়া বিল স্বজনের ঘাড়ে

ফাইল ছবি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ১৮:০০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেচ পাম্পের বকেয়া বিল ভাইয়ের ঘাড়ে চাপানোর অভিযোগ উঠেছে রামদিয়া সাব-জোনাল অফিসের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৮ জুলাই পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় জি এম কামাল উদ্দিন। তিনি উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে।

জি এম কামাল জানান, তাঁর ২০২৩ সালের জুন মাসের বিল ৩২৩ টাকা। ওই বিলের সঙ্গে ২২ হাজার ৫১৪ টাকা হাতের লেখা আরও একটি বিল দেন এজিএম ওমর আলী। এতে তাঁর মোট বিল দাঁড়ায় ২২ হাজার ৮৪৭ টাকা।

তিনি বলেন, ‘অতিরিক্ত টাকা কেন আমি পরিশোধ করব জানতে চাইলে এজিএম ওমর বলেন, আপনার আত্মীয় মনির সাহেবের সেচ প্রকল্পের বকেয়া বিলের টাকা যোগ করে দিয়েছি।’

রামদিয়া সাব-জোনাল অফিসের এজিএম ওমর আলী বলেন, এ রকম যোগ করার নিয়ম আছে।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আব্দুল আলীম মোল্যা বলেন, এক গ্রাহকের বকেয়া অন্যের মিটারে সঙ্গে যোগ করা যায় কিনা, তা তাঁর জানা নেই।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক জুলফিকার রহমান বলেন, বিল বকেয়া থাকায় মনিরের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। বাধ্য হয়ে বিলটি তাঁর ভাই কামালের বিলের সঙ্গে যোগ করা হয়েছে। এভাবে বিল দেওয়া যায় বলে দাবি তাঁর।

আরও পড়ুন

×