দশমিনায় নারী সমাবেশ
গরমে অর্ধশতাধিক নারী অসুস্থ

ছবি: সমকাল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৫:৩৪ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৫:৩৪
দশমিনায় নারী সমাবেশে এসে প্রচণ্ড গরমে অর্ধশতাধিক নারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। গুরুতর অসুস্থ একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিজিডি, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত নারীদের নিয়ে সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ওই সমাবেশে চরাঞ্চলসহ উপজেলার প্রত্যন্ত এলাকার হাজারো নারী উপস্থিত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
সমাবেশে উপস্থিত কয়েকজন জানান, প্রচণ্ড রোদ ও গরমে দূর থেকে আসা অর্ধশতাধিক নারী অসুস্থ হয়ে পড়েন। বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের কুটি বিবিকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দশমিনা সরকারি এআরটি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ প্যাদা বলেন, ‘আমি পাঁচ-ছয়জন অসুস্থ নারীকে সেবা দিয়ে সুস্থ করেছি।’ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাব্বানি ইসলাম অমি খান জানান, দু’জন নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠিয়েছেন। আরও চার-পাঁচজনকে স্থানীয়ভাবে সেবা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া বলেন, অসুস্থ নারীদের ছাত্রলীগের ছেলেরা সেবা দিয়ে সুস্থ করেছেন। হাসপাতালে ভর্তি নারীর চিকিৎসায় সহায়তা দেওয়া হবে।
সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তাকে বলে দিয়েছি, অসুস্থ নারীদের চিকিৎসায় যেন কোনো রকম অবহেলা না করা হয়।’
- বিষয় :
- দশমিনা
- নারী সমাবেশ
- অর্ধশতাধিক নারী অসুস্থ