বগুড়ায় পুকুরে মিলল ‘অর্ধকোটি টাকার’ মূর্তি

মূর্তিটির ওজন ১০ কেজি ৯০০ গ্রাম।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ২১:০৯ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ২১:১০
বগুড়ার শেরপুরে পুকুর খননের এক মাস পর একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। এর ওজন ১০ কেজি ৯০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কষ্টিপাথরের এবং আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।
শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী মাদ্রাসা মাঠ এলাকা থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক মাস আগে মামুরশাহী দাখিল মাদ্রাসার প্রায় ছয় বিঘা আয়তনের পুকুরটি খনন করা হয়। পুকুর খননের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্তূপ করে রাখা হয়। শনিবার বিকেলে ওই জমির পাশে স্থানীয় দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে মূর্তিটি দেখে গ্রামের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহেব আলী ও ইব্রাহিম হোসেন জানান, মাটির স্তূপের নিচে মূর্তিটি পড়ে ছিল। গত দুইদিনের বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়ায় সেটি দৃশ্যমান হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খুবই সুন্দর মূর্তি। পুরোপুরি অক্ষত। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।
/এইচকে/