আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে কারখানার শ্রমিক-কর্মচারিরা। ছবি: সমকাল।
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ০৮:৩১ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১০:২৮
আশুগঞ্জ সার
কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নেমেছে কারখানার শ্রমিক-কর্মচারি
ইউনিয়ন। এ উপলক্ষ্যে ৩দিনের কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচির প্রথম দিন রোববার
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিক–কর্মচারিরা। সকালে কারখানার প্রধান ফটকের
সামনে এসব কর্মসূচি পালন করেন তাঁরা।
আশুগঞ্জ সার
কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন,
সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বক্তব্য দেন। বিসিআইসি
কর্তৃপক্ষ আগামী তিনদিনের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
দেন তাঁরা।
বক্তারা জানান,
কারখানা কর্তৃপক্ষ ওভারহোলিং কাজের কথা বলে গত মার্চ থেকে ৯০ দিনের জন্য কারখানা বন্ধের
ঘোষণা করেন। গত ১৫ জুন ওভারহোলিং কাজ শেষ হলেও গ্যাস সরবরাহ না থাকায় কারখানা চালু
করা সম্ভব হয়নি। তাঁরা বলেন, রাসায়নিক কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে বিভিন্ন যন্ত্রাংশের
ক্ষতি হয়, দ্রুত গ্যাস সরবরাহ না করা হলে কারখানাটি পুনরায় চালু রাখা সম্ভব হবে না।
অবিলম্বে
কারখানায় গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আগামী সোম ও মঙ্গলবার সমাবেশ কর্মসুচি পালনের
ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- আশুগঞ্জ
- সার কারখানা
- গ্যাস
- দাবি