ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কমলনগরের এক পাড়াতেই ১০ ডেঙ্গু রোগী

কমলনগরের এক পাড়াতেই ১০ ডেঙ্গু রোগী

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৮:০০

লক্ষ্মীপুরের কমলনগরে বেড়েই চলছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। চলতি জুলাই মাসে উপজেলায় ৬৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, অপর ৫২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জুলাই মাসের শুরু থেকে হাসপাতালে জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের রক্ত পরীক্ষা করানো হচ্ছে। ওইসব রোগীর মধ্যে ৬৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে উপজেলার চরলরেন্স এলাকার একটি পাড়ারই ১০ জন রয়েছে।

সূত্র আরও জানায়, শনাক্তের পর ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর ১৫ জন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে পৃথক তিনটি ওয়ার্ড খুলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না হলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগের লোকজন ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য মাঠে কাজ করছেন।’

আরও পড়ুন

×