ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আ’লীগ নেতা হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আ’লীগ নেতা হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৬:০৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৬:০৬

কুমিল্লায় চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা এনামুল হক হত্যা মামলার আসামি বিএনপি ও যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

দুই নেতা হলেন- আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়ার আহমেদ ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাভেল।   

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার দুই আসামি এয়ার ও পাভেল উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৯ মে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক (৩৫) স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশুসন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে খুন হন। দিনদুপুরে ৫ বছরের শিশুপুত্রের সামনে এনামুলকে প্রকাশ্য কুপিয়ে খুন হওয়ার ঘটনা সে সময় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল অদুদ বাদী হয়ে পরদিন ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

পুলিশের একাধিক সূত্র জানায়, স্থানীয় জামায়াত কর্মী কাজী জহিরুল ইসলামের মাদক সেবন ও জুয়া খেলার ভিডিও ফেসবুকে ভাইরাল, আলেখারচর দক্ষিণপাড়া জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এনামুলকে হত্যা করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি জহিরুলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন

×