রাজশাহীতে জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে ছাত্রীরা

ফল ঘোষণার পর রাজশাহী পিএন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি-শরিফুল ইসলাম তোতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ০৬:৪৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ০৬:৪৬
রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী। এছাড়া পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার দুই দিক থেকেই এবার ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে আছেন ছাত্রীরা।
রাজশাহী শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ তিন হাজার ৬২৫ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৭৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক শূন্য আট শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী রয়েছেন ১৪ হাজার ৭১৩ জন।
অন্যদিকে ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১৬৪ জন। পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তি দুই দিকেই ছাত্রদের চেয়ে এগিয়ে গেছেন ছাত্রীরা।
এবার রাজশাহী শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ১৭৮টি স্কুলের পরীক্ষার্থী। তবে একটি স্কুল থেকে কেউ পাস করতে পারেনি।
গত বছর এই শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন। এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থী।
জিপিএ ৫ কমে যাওয়ার বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘গত দুই বছর করোনার কারণে ক্লাস না হওয়ায পুরো নম্বরে পরীক্ষা হয়নি। এবার পুরো নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে জিপিএ ৫ কমতে পারে। তবে ফলাফল ভালো হয়েছে।’