ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আবদুল্লাহপুরে বেড়েছে পুলিশ, বাসে ব্যাপক তল্লাশি

আবদুল্লাহপুরে বেড়েছে পুলিশ, বাসে ব্যাপক তল্লাশি

ছবি: সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ০৬:১৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ০৬:১৩

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আবদুল্লাহপুর মোড়ে গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে। মোড়ের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাথায় অবস্থান করছে অসংখ্য পুলিশ। যানবাহন তল্লাশির পাশাপাশি সাধারণ পথচারীদের জিজ্ঞসাবাদ করছে তাঁরা। তবে এখনও পর্যন্ত আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া সড়ক এসে যুক্ত হয়েছে আবদুল্লাহপুর মোড়ে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলাসহ আশপাশের এলাকা থেকে ঢাকায় প্রবেশ করেন মানুষ। ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের একাধিক জেলার লোকজন রাজধানীতে প্রবেশ করেন। 

আজ শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় পুলিশের সংখ্যা বেড়েছে। আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করছেন প্রায় ৫০ থেকে ৬০ জন  পুলিশ সদস্য। কোনো বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তাঁরা গতিরোধ করে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যাত্রীদের বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্কগ্রস্ত দেখা গেছে।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আকরাম হোসেন। বাসে উঠে পুলিশ তার পুরো ব্যাগ তল্লাশি করেন। আকরাম হোসেন বলেন, ‘আমার ব্যাগে কিছু কাপড়চোপড় ছাড়া আর কিছু নেই। আমি তাদের (পুলিশ) বলেছি। তাও সন্দেহবশত পুরো ব্যাগ তল্লাশি করেছে। কিন্ত শেষ পর্যন্ত কিছুই পায় নাই। অযথাই হয়রানি।’

এসব বিষয়ে জানতে চাইলে তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিদর্শক পদমর্যাদার একজন বলেন, ‘অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, সেজন্যই কড়াকড়ি অবস্থা আরোপ করা হয়েছে। প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে পুলিশ।’

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি চলছে বিএনপির। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হবে।

আরও পড়ুন

×