মাটির নিচ থেকে ওঠা কয়লা নিয়ে কৌতূহল

অগভীর নলকূপের পাইপ বোরিংয়ের সময় মাটির নিচ থেকে বেড়িয়ে আসা কয়লা - সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১৪:১৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১৪:১৩
অগভীর নলকূপের পাইপ বোরিংয়ের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসছে কয়লা। এ নিয়ে সিরাজগঞ্জের তাড়াশের মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
শনিবার উপজেলার তালম ইউনিয়নের নামা সিলোট গ্রামের কৃষক আবু সুফিয়ানের সেচ পাম্প বোরিংয়ের সময় এ ঘটনা ঘটে। এরপর বিষয়টি জানাজানি হলে কয়লা দেখতে এলাকার মানুষ সেখানে ভিড় জমান।
স্থানীয়রা জানান, নামা সিলোট গ্রামের লুৎফর হোসেনের ছেলে কৃষক আবু সুফিয়ান বিএডিসি থেকে একটি বৈদ্যুতিক অগভীর বা ক্ষুদ্র সেচযন্ত্র বসানোর অনুমোদন পান। শনিবার গ্রামের দক্ষিণের ফসলি মাঠে নিজের জমিতে সেচ যন্ত্রের পাইপের খননকাজ শুরু করেন। এ সময় কয়লা উঠে আসার ঘটনা ঘটে।
সেচ যন্ত্র বসানোর কাজে নিয়োজিত উপজেলার কর্ণঘোষ গ্রামের মিস্ত্রি মো. সাইফুল ইসলাম জানান, মূলত অগভীর সেচ যন্ত্রের পাইপ বসাতে বোরিংকালে ১১০ থেকে ১১৫ ফুট গভীর থেকে শুরুতে লাল রঙের বালু ও ছোট ছোট পাথর উঠে আসছিল। এটি স্বাভাবিক ঘটনা। এর পরপরই মাটির নিচ থেকে উঠে আসতে থাকে কয়লা।
সাইফুল জানান, প্রথম দিকে উঠে আসা কয়লার আকার খনিতে পাওয়া কয়লার মতোই। তবে কিছুটা নরম। পাশাপাশি ১২০ ফুট গভীরে খননকালে উঠে আসা কয়লাগুলো বেশ শক্ত এবং কালো রঙের। এ এলাকায় অনেক অগভীর সেচের পাইপ খনন করেছেন তিনি। তবে এমন কয়লা উঠে আসার ঘটনা ঘটেনি। এটি ব্যতিক্রম।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, এখানে পাওয়া গেছে ‘ডুপি টিলা ফরমেশন’ বালু। বোরিংকালে যে কয়লা পাওয়া গেছে, তা গাছের গুঁড়ির। কয়লার খনি পাওয়ার সম্ভাবনা নেই। সম্ভব হলে বিষয়টির বিস্তারিত জানতে নামো সিলোট গ্রামে একটি বিশেষজ্ঞ দল পাঠাবেন।