ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

প্রতীকী ছবি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৫:২৮

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ২ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

জানা যায়, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯৯৯ টাকা হলেও খুচরা পর্যায়ে দোকানদার ১২০০ টাকা বিক্রি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

এ সময় ঘোড়াশাল বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা উজ্জল ও আমিনুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে জরিমানা পাশাপাশি দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পলাশ উপজেলায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×