কেরানীগঞ্জে তরুণকে ডেকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
মাদক কারবারিদের ক্ষোভ ছিল সাইফুলের ওপর

নিহত সাইফুল ইসলাম
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৮:০০
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. সাইফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে শুভাঢ্যা ইউনিয়নের সাতপাখি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীরা সাইফুলকে কুপিয়ে ও দুই চোখ উপড়ে ফেলে যায় বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় র্যাব-১০ গতকাল সোমবার সাতজনকে আটক করেছে।
নিহত সাইফুল ইসলাম শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন বাসিতপুরের আ. খালেক মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওই এলাকায় তাঁর বোরকার দোকান রয়েছে।
এ হত্যার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন সাইফুলের বড় বোন লাকি আক্তার। তাঁর ভাষ্য, রোববার রাতে বোরকার দোকান বন্ধ করে বাসায় ফেরেন সাইফুল। সাতপাখি এলাকার মাদক কারবারি রাজনের নেতৃত্বে ১০-১৫ জন তাঁকে বাসা থেকে কথা বলার নামে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই প্রধান সড়কে চিৎকার শুনে তারা গিয়ে দেখেন সাইফুলকে এলোপাতারি কুপিয়ে ফেলে গেছে ওই সন্ত্রাসীরা। এ সময় তাঁর দুই চোখ উঠিয়ে ফেলা দেখেন। মাথায়ও কোপের চিহ্ন দেখেন। সংবাদ পেয়ে পুলিশ সাইফুলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকি আক্তার আরও বলেন, তাঁর ভাই এলাকায় মাদকবিরোধী অবস্থান নেন। সাতপাখি এলাকার রাজনসহ অন্যরা ভারত থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক কেনাবেচা করে। তার অধীনে অন্তত ৫০ জন নারী ইয়াবা বিক্রেতা রয়েছে। তারা অলিগলিতে এসব বিক্রি করে। কিছুদিন আগে এক নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকসহ গ্রেপ্তার করে। এর জন্য মাদক কারবারিরা সাইফুলকে সন্দেহ করছিল। এ ঘটনার জের ধরে তাঁকে কুপিয়ে হত্যা করেছে ওই দুর্বৃত্তরা।
সাতপাখির বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, গোটা এলাকায় মাদক ছেয়ে গেছে। কেউ প্রতিবাদ করতে গেলে জীবন রক্ষাই কঠিন হয়ে যাবে। মাদক কারবারিরা ক্ষমতাশালী। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ী সাইফুলকে জীবন দিতে হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ওই যুবককে কুপিয়ে হত্যার সংবাদ পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় তাঁর বড় বোন মামলা করেছেন।
ওই থানার এসআই রাকিবুজ্জামান বলেন, সাতপাখি এলাকার মাদক কারবারি রাজন, জানে আলম, সুমন মিয়া ও আসিফ হোসেনসহ ১০-১৫ জন মিলে ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে। এমনকি তাঁর দুই চোখও তুলে ফেলেছে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডে কয়েকজন নারী মাদক কারবারিও জড়িত। গত মাসে ১২ জন মাদক কারবারিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুজ্জামান বলেন, সোমবার র্যাব-১০ শুভাঢ্যা ইউনিয়নেরর খেজুরবাগ ও সাতপাখি এলাকা থেকে ৭ জনকে আটক করেছে। তবে ঘটনার পর থেকে মূল ঘাতক রাজন পলাতক।