সিলেটে বাসের ধাক্কায় এনজিও পরিচালকের মৃত্যু

সিরাজুল ইসলাম
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৭:০২
সিলেটে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ‘ইরা’ নামে একটি এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম (৬৫)। বুধবার সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের প্রয়াত আবদুল হেকিমের ছেলে। এ সময় আহত হয়েছেন সিরাজুলের প্রাইভেটকার চালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়তের সামনে পৌঁছার পর হঠাৎ রঙ সাইডে ঢুকে পড়ে। এ সময় বাসটি সিলেটগামী একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের যাত্রী সিরাজুল ইসলাম ও তার চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম মারা যান। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির সমকালকে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
- বিষয় :
- সিলেট
- বাসের ধাক্কা
- এনজিও সংস্থা