ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে বিবাদে প্রাণ গেল শিক্ষার্থীর

ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে বিবাদে প্রাণ গেল শিক্ষার্থীর

নিহত সাঈদ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১২:০৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১২:০৮

প্রাইভেট পড়া শেষে কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল দুই শিক্ষার্থী। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি দেখে প্রতিবাদ করে সুমন নামে এক শিক্ষার্থী। এ নিয়ে বাঁধে বাগবিতণ্ডা। এর জেরে বুধবার ছুরি নিয়ে শিক্ষার্থী সাঈদ ও শ্রাবণের ওপর হামলা চালায় সুমন ও তার সহপাঠীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাঈদের। আর শ্রাবণকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতের বাবা আবু তাহের দিনা ফুলবাড়িয়া থানায় পাঁচজনের নামে মামলা করেছেন। আসামি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্যক্ত করে সাঈদ ও শ্রাবণ। বিষয়টি দেখে প্রতিবাদ করে মন্ডলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন। এক পর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। তখন তাদের বিবাদ মীমাংসা করে দেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি মানতে পারেনি সুমন। বুধবার সকালে ছুরি নিয়ে সাঈদ ও শ্রাবণকে খুঁজতে থাকে সুমন ও তার সহপাঠীরা। এক পর্যায়ে তাদের পেয়ে ছুরিকাঘাত করে। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সাঈদের অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুগুরিয়া গ্রামের মোহাম্মদ আবু তাহের দিনার ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ঘটনায় জড়িত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×