তনু হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ স্থগিত

সোহাগী জাহান তনু। ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:১২ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:১২
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তার খালাতো বোন লাইজী জাহানের সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকায় তা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সাক্ষ্যগ্রহণের কথা ছিল।
তনুর বাবা ও মামলার বাদী ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন সমকালকে এসব তথ্য জানান।
এর আগে, সাক্ষ্য দিতে গত ২৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত নোটিস তনুর খালাতো বোন লাইজু জাহানের মুরাদনগরের মীর্জাপুর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সাক্ষ্য দিতে লাইজু বুধবার কুমিল্লায় আসেন। বৃহস্পতিবার সকাল ১০টায় লাইজু, তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও তনুর ছোট ভাই রোবেল হোসেন পিবিআই অফিসে পৌঁছান।
সাক্ষ্যগ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী তনুর বাবা বলেন, ‘৭ বছরে আর কতো সাক্ষ্য দিতাম? যাদের জিজ্ঞাসাবাদ করলে রহস্য বের হতো, তাদেরই তো এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আমার পরিবারের প্রতিটি সদস্য ও আত্মীয়-স্বজন এমনকি শিক্ষকরাও সাক্ষ্য দিয়েছেন, আর কি বাকী রইল?’
তিনি আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তা ডেঙ্গু রোগে আক্রান্ত বলে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। একদিন আগে আমাদের মোবাইলে তা জানিয়ে দিলে হতো, এটা হয়রানি ছাড়া আর কিছুই না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মজিবুর রহমান বৃস্পতিবার সন্ধ্যায় সমকালকে বলেন, ‘আমার প্রচণ্ড জ্ব। ধারনা করা হচ্ছে, ডেঙ্গু সংক্রমণ। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সুস্থ্য হওয়ার পর লাইজুর সাক্ষ্যগ্রহণ করা হবে।’
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার হয়। পরদিন তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- কুমিল্লা
- তনু হত্যা
- সাক্ষ্যগ্রহণ
- স্থগিত