আমদানির পাথরে বেড়েছে শুল্ক
বুড়িমারীতে খালাসের অপেক্ষায় শত শত ভারতীয় ট্রাক

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৫:৪৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পাথরের শুল্ক বাড়ানোয় গাড়ি থেকে তা খালাস করছেন না আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। এতে শতাধিক ভারতীয় ট্রাক স্থলবন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার কিছু সংখ্যক ট্রাকচালক বন্দর শুল্ক স্টেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আনা পাথরের প্রতি টনে গত ১ আগস্ট থেকে শুল্ক ১ ডলার বৃদ্ধি করে স্থল শুল্ক স্টেশন। এর আগে প্রতি টনে ১২ ডলার করে শুল্কায়ন করা হতো। বর্তমানে ১৩ ডলার করা হয়েছে। এতে আমদানিতে ব্যয় বাড়ায় ক্ষতির শঙ্কায় পড়েন আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। এর জেরে ভারত থেকে আসা ট্রাক থেকে পাথর খালাস করছেন না তারা। ট্রাকচালকদের দাবি, কোনো কোনো গাড়ি তিন থেকে সাত দিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে আছে। তারা অবর্ণনীয় সমস্যায় পড়েছেন।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আরও) রকিবুল হাসান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় শুল্ক বাড়ানো হয়। বিষয়টি আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জানানো হয়েছে।
ভারতীয় ট্রাকচালক দেব কুমার সোম ও সুমন দাস জানান, বন্দরে তারা ছয়-সাত দিন ধরে পড়ে আছেন। বিদ্যুৎ ঠিকমতো থাকছে না। গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন চুরি হয়েছে কয়েকজন চালকের। পকেটে টাকা নেই। থাকা-খাওয়ার সমস্যায় আছেন।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, হঠাৎ শুল্ক বাড়ানো হলেও পাথরের দাম বাড়েনি। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
- বিষয় :
- বুড়িমারী স্থলবন্দর
- পাথর আমদানি