জার্সি কেনা নিয়ে দ্বন্দ্ব
টাকা ফেরত চাওয়ায় হাত ভেঙে দেওয়া হয় তরুণের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৬:২৪ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৬:২৪
সহপাঠীদের সঙ্গে মিলে ফুটবল খেলার জার্সি কেনার পরিকল্পনা করেছিলেন মোদাচ্ছির ইসলাম রাফি। ১৫ জনের কাছ থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করেন তিনি। সেই টাকা জমা দেন আল আমিন রাব্বির কাছে। টাকা নেওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও জার্সি কিনে দিচ্ছিলেন না আল আমিন। টাকা ফেরত চান রাফি। এতে ক্ষুব্ধ হয়ে চার-পাঁচ সহযোগীকে নিয়ে রাফিকে পিটিয়ে হাত ভেঙে দেন আল আমিন।
গত ৩১ জুলাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এ হামলা হয়। সেদিন বিকেলে উপজেলার সফিপুর-রূপনগর সড়ক দিয়ে একা যাচ্ছিলেন রাফি (২০)। সেখানে এলোপাতাড়ি মারধর করে আল আমিনের (২০) নেতৃত্বাধীন কয়েক তরুণ। এতে রাফির ডান হাত ভেঙে যায়। তাঁর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন রাফির বাবা সফিপুর এলাকার মতিউর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। রাফি মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
এ মামলায় আল আমিন রাব্বিকে বৃহস্পতিবার রাতে সফিপুর পশ্চিমপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাফসান মোল্লা বলেন, আসামিকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।