সিকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিতি ৩০ ভাগ

সিকৃবিতে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১২:০০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:৪৯
সারা দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ভর্তি পরীক্ষায় অনুপস্থিতির হার অন্য বছরের তুলনায় বেশি। এবার অনুপস্থিতর হার ছিল প্রায় ৩০ ভাগ। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, সিকৃবিতে এবছর ৪ হাজার ২০০ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করলেও অংশ নেয় ২ হাজার ৯৬০ জন। উপস্থিতির হার ৭০.৪৮ ভাগ। সিকৃবিতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন (পুরাতন), ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন (নতুন), প্রফেসর মছলেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল, কৃষি অনুষদ ভবন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন এবং ইঞ্জিনিয়ারিং উইং হলে পরীক্ষাগ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শাহ আলমগীর, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম।
এদিকে সিলেট বিভাগের হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) কেন্দ্রেও সুষ্টুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুটি ভবনের ৮ টি কক্ষে অনুষ্টিত পরীক্ষায় ৪১১ জনের মধ্যে অংশ নেন ৩৫৮ জন। এ কেন্দ্রে উপস্থিতির হার সিকৃবি থেকে বেশি। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত হল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২২-২০২৩ এর নেতৃত্ব দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ৮টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৫৪৮ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ আসন রয়েছে।
- বিষয় :
- সিকৃবি
- ভর্তি পরীক্ষা
- অনুপস্থিতি