বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, ৫ মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ ও লৌহজং প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৭:৩৩
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮ যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে নিখোঁজ যাত্রীদের স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। উদ্ধার কাজ চলছে।
লৌহজং থানার এস আই রুস্তম আলী জানান, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক যাত্রী পদ্মা নদীতে পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিক শেষে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। এখনও ৮ জন নিখোঁজ রয়েছে।
- বিষয় :
- ট্রলার ডুবি
- লৌহজং