ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

রংপুর অফিস

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ২১:৪২ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ২১:৪২

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় শ্যামল কুমার রায় ওরফে শিমুল (২৩) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত। 

রোববার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমীন তালুকদার।

তিনি জানান, কোরআন শরীফ ও মহানবীকে (সা.) অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জের হরবানিনগর এলাকার চিত্বরঞ্জণ রায়ের ছেলে শ্যামল কুমার রায় ওরফে শিমুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নম্বর ২২) করেন স্থানীয় কামরুজ্জামান রাজু। 

এ ঘটনায় পুলিশ চার্জশিট দিলে ভার্চুয়াল ও সাক্ষীদের সাক্ষ্য শেষে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এই রায় দেন। রায়ে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্যামলকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শিপন সাহা বলেন, এই রায়ে ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করব।



আরও পড়ুন

×