বৃষ্টিতে জলমগ্ন বীজতলা আমন আবাদে শঙ্কা

দুমকীর চরবয়ড়া এলাকায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা সমকাল
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৮:০০
কয়েক দিনের টানা বৃষ্টি আর জোয়ারের প্রভাবে পানি বাড়ার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় হুমকির মুখে পড়েছে দুমকীর আমন আবাদ। বীজতলা তলিয়ে যাওয়ায় শঙ্কিত স্থানীয় চাষিরা।
উপজেলার রাজাখালী, চরবয়েড়া, সন্তোষদী, দক্ষিণ মুরাদিয়া, জলিশা, জামলা, সাতানী, লেবুখালী, কার্তিকপাশা, বাঁশবুনিয়া, আলগী, হাজীরহাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়। টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের অধিকাংশ বীজতলা ডুবে গেছে। কৃষক দেলোয়ার হোসেন, মান্নান সিকদার, শামীম মৃধা, সরোয়ার তালুকদার, মিজান খলিফাসহ আরও অনেকেই জানান, তারা জমিতে বীজতলা তৈরি করেছেন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেই বীজ পানির নিচে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যে পানি না নামলে সেখানের সব বীজ নষ্ট হয়ে যাবে। নতুন করে বীজতলা তৈরির সময়ও নেই। সে ক্ষেত্রে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার পাশাপাশি চাষিরা লোকসানের মুখে পড়বেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে দুমকীর নিম্নাঞ্চলসহ অধিকাংশ এলাকাই ডুবে গেছে। দ্রুত পানি সরে গেলে বীজতলা রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। এ উপজেলার কৃষকরা প্রধানত আমনের ওপর নির্ভরশীল। এভাবে বৃষ্টিপাত আর জোয়ার অব্যাহত থাকলে এলাকার আমনচাষ ক্ষতিগ্রস্ত হবে।
- বিষয় :
- দুমকী
- বীজতলা
- আমন আবাদে শঙ্কা