টঙ্গীতে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করল পুলিশ, কারখানা বন্ধ

মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৪৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:৪৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকালে গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার ভরাণ এলাকার পিমকি অ্যাপারেলস কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরাও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। কয়েক দফা উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, পিমকি অ্যাপারেলস কারখানায় প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়া হয়। কিন্তু এ মাসে ৮ তারিখে বেতন পান। বিষয়টিকে কেন্দ্র করে শ্রমিকরা বুধবার সকালে কারখানার ফটকে বিক্ষোভ করেন। একই সঙ্গে আরও কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফটকে তালা দিয়ে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ফটক ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়।
সেখান থেকে শ্রমিকরা সেনাকল্যাণ ভবনের সামনে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় তাদের। শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকেল পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে বিকেলে শিল্প পুলিশ গাজীপুরের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, মালিকপক্ষের কাছ থেকে তারা জেনেছেন, সার্ভারে ত্রুটির কারণে বেতন এক দিন পরে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখানোর পর আরও কিছু দাবি তোলা হয়। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেন। পুলিশ তাদের শান্ত করেছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে।
- বিষয় :
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়
- লাঠিচার্জ