ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বশেমুরবিপ্রবি

শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন স্থগিত

শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন। ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৩:২১ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১৩:২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে আমরণ অনশন স্থগিত করছেন বিভাগটির শিক্ষার্থীরা। বৃস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচি স্থগিত করা হয়। এর আগে গত সোমবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি না মানায় অনশন কর্মসূচি পালন করেন তারা।

গতকাল বুধবার রাত থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কবির হোসেন ও মাহাবুব জামান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল আল মামুন, আতিকুজ্জামান শান্ত সাহা, সুমন আলী ও তানভীর হোসাইন। তাদের মধ্যে ৫ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গতকাল রাত আটটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। তবে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় শোক দিবসকে সামনে রেখে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

অনশনরত শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের বিভাগে মাত্র ৪ জন শিক্ষক রয়েছেন। তারমধ্যে ২ জন শিক্ষা ছুটিতে। তাই দুই শিক্ষককে ২৫০ শিক্ষার্থীদের পাঠ দানে অসুবিধা হচ্ছে। ফলে বিভাগের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। তাই আমরা শিক্ষক নিয়োগের দাবিতে অনশন শুরু করেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিনিধিদের সঙ্গে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। কিন্তু বৈঠকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বৃহস্পতিবার আবার বৈঠক রয়েছে, দেখা যাক কি হয়।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুবের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

আরও পড়ুন

×