ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: পরিবেশমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: পরিবেশমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন - সমকাল

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১৩:২৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কল্যাণেই বয়স্ক, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছেন। হতদরিদ্রদের জন্য ভিজিডি-ভিজিএফ কার্ডের ব্যবস্থা করেছে এ সরকার। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। 

বৃহস্পতিবার জুড়ী উপজেলায় সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুড়ীতে ফায়ার সার্ভিসের কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের কাজও এগিয়েছে। মিনি স্টেডিয়ামের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। মডেল মসজিদ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গার জটিলতা নিরসনে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদ মন্দিরের উন্নয়ন কাজের জন্য ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কাজ দ্রুত সম্পাদন করতে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুক মিয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির দারা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কল্যাণ সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিংহ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমুখ।

অনুষ্ঠানে নৃ-গোষ্ঠী ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৭০ জন শিক্ষার্থীর জন্য ৩ লক্ষ বারো হাজার টাকার চেক দেওয়া হয়।

আরও পড়ুন

×