বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মসজিদের ইমামের

প্রতীকী ছবি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ২০:৩৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ২৩:৩২
জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২৪) নামে স্থানীয় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
মৃত ওমর ফারুক উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামের মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি স্থানীয় চুকাইবাড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি বগুড়া জেলার সোনাতলার সৈয়দপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামের মসজিদের ইমাম ওমর ফারুক ওই গ্রামের মুসা করিম চৌধুরীর বাসায় থাকতেন। শুক্রবার বিকেলে মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিলেন। ট্যাংকিতে পানি না থাকায় পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ সকেটের মাধ্যমে চালু করে ওযু করার পর আবার পাম্পের সকেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য রতন মণ্ডল বলেন, ‘পানির পাম্পে বিদ্যুতের স্থায়ী কোনও সংযোগ ছিল না। তবে আলাদা তার দিয়ে সকেটের মাধ্যমে পানির পাম্পটি চালু ও বন্ধ করতেন তিনি। ওমর ফারুক ওযুর জন্য পানির পাম্প চালু করে আবার বন্ধ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি আমাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন’।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় কারও কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।
- বিষয় :
- জয়পুরহাট
- আক্কেলপুর
- বিদ্যুৎস্পৃষ্ট
- মসজিদের ইমাম